অপরাধআইন ও অধিকারআড়াইহাজারনারায়ণগঞ্জরুপগঞ্জ

রুপগঞ্জে ১০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিনাইচর গ্রামের মৃত আলী আকবরের ছেলে সালামত উল্লাহ (৩৬), ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া খানার মনোয়ারা গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে আবু তাহের (৬৫)।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিতকরে র‌্যাব।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাব জানতে পারে একটি দল মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে মদনপুর হয়ে গাজীপুর অভিমূখে একটি প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান বহন করে নিয়ে আসছে। 

 

পরে মঙ্গলবার রাতে রুপগঞ্জে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে প্রাইভেটকারটি তল্লাশী করে এর পিছনের ডালার ভিতরে প্লাষ্টিকের পলিথিন এবং কসটেপ দ্বারা মোড়ানো পলিব্যাগের ভিতর থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক ৪ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close