নারায়ণগঞ্জরাজনীতি

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবীতে নারায়ণগঞ্জে পদযাত্রা আয়োজন

১৯২১ সালে একশ বছর আগেও ‘মুল্লুকে চলো’ স্লোগানে মজুরি বাড়ানোর দাবি তুলেছিলেন চা-শ্রমিকরা। তখন ব্রিটিশ সেনাদের বন্দুকে রক্তাক্ত হয় চা-বাগান। কিন্তু শতবছর পরও একটুও বদলায়নি চা-শ্রমিকদের ভাগ্য। সম্প্রতি মজুরি বাড়াতে চা-শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এতে তাদের আয়, জীবনমান ও বৈষম্যের চিত্র আবারও সামনে এসেছে।

এদিকে, নারায়ণগঞ্জে চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবীতে পদযাত্রা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় নগরীর চুনকা মিলনায়তন হতে শুরু করে বঙ্গবন্ধু সড়ক হয়ে পদযাত্রাটি চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এ সময় চা-শ্রমিকদের সঠিক মজুরি আদায়ের জন্য গানে গানে শহরজুরে মানুষের মনকে মাতাল করে তোলেন। তাদের এই আয়োজনকে অধিকাংশ মানুষ সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ সংহতি প্রকাশ করে এই আয়োজনের সাথে যুক্ত হয়েছেন। সব শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে একটি সভার মাধ্যমে পদযাত্রার সমাপ্তি ঘটায়।

‘চা শ্রমিকদের পাশে আমরা’ ব্যানারে অনুষ্ঠিত এ পদযাত্রায় সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন, শিল্পী অমল আকাশ, কবি আরিফ বুলবুল, কবি আহমেদ বাবলু, শিল্পী সুমনা আক্তার, শিল্পী রঞ্জিত কর্মকার, দিনা তাজরীন, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close