নারায়ণগঞ্জবন্দর
বন্দরে ব্যবসায়ীকে কুপিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন
বন্দরের তসিফ (৩০) নামে এক হোসিয়ারী ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ব্যবসায়ীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তসিফ এর মা সুলতানা বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে বন্দর শাহীমসজিদ নূরবাগ এলাকার পাতলা মিয়ার ছেলে রাজু, দ্বীন ইসলামের ছেলে কাউছার আহম্মেদ মোহন, একই এলাকার নাহিম, রাজন, ঝলক, রিয়াদ সহ ৪/৫ জন মিলে ব্যবসায়ী তসিফকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এবিষয়ে জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন অপরাধী কেউই ছাড় পাবেনা দ্রুত ব্যবস্থা নিবো।