অপরাধআইন ও অধিকার

সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে সন্ধ্যা হলেই কবরস্থানে বসে মাদকের আসর

সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে সন্ধ্যা হলেই কবরস্থানে বসে মাদকের আসর

মাদকে ছেয়ে গেছে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড। হাত বাড়ালেই সেখানে মিলছে মাদক। দিন-রাত প্রকাশ্যে-অপ্রকাশে মাদক বিক্রি হচ্ছে। এতে করে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত থাকে ওয়ার্ডের মাদক স্পটগুলো। দিন দিন মাদকের ছোবলে ওয়ার্ডে কিশোর-যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ নির্বিকার। তারা যেন দেখেও না দেখার ভান করছেন। বিশেষ করে থানা পুলিশের অসাধু কিছু কর্মকর্তাদের মাসোহারা দিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়িরা বহাল তবিয়তে ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন ওয়ার্ডে সাধারণ মানুষ।ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের তথ্যমতে, মাদক সেবন একসময় বাড়িতে কিংবা রাস্তাঘাটে হলেও এখন এ ওয়ার্ডে মাদকের আসর মিলেছে কবরস্থানেও। এ ওয়ার্ডে সন্ধ্যার পরে গোদনাইল বার্মাস্ট্যান্ড মন্ডল পাড়া কবরস্থান ও পাশের মাঠটি এখন মাদকসেবি ও বিক্রেতাদের প্রধান স্পট।বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই এখানে মিলে বিভিন্ন ওয়ার্ডের কিশোরগ্যাংদের আড্ডা ও রাতভর মাদক সেবন। মদ, ইয়াবা, গাঁজার গন্ধে ভরে যায় কবরস্থানের চারপাশ।ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বাইক ও গাড়ীযোগে এসে অনেকেই এখানে মাদকের আসর মেলায় বলে অভিযোগ রয়েছে।মাদকের ভয়াল থাবায় এলাকার তরুন, ছাত্র ও যুব সমাজ রসাতলে যাচ্ছে। মাদক সেবীদের কারনে এলাকায় বেড়েছে চুরি, ছিনতাই ও রাহাজানি। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযানে পুলিশ প্রশাসনের নিরবতা মানুষকে হতাশ করেছে। এলাকার যুব সমাজ হচ্ছে বিপথগামী।অভিভাবকরা হয়ে পড়ছেন চিন্তিত। ওদিকে থানা পুলিশের কার্যকরী অভিযান না থাকায় ৬নং ওয়ার্ডে দিনদিন মাদকের ব্যাপক বিস্তার বেড়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। থানা পুলিশের নামমাত্র অভিযান দিয়ে মাদক ব্যবসা বন্ধ করা যাবে না বলেও তারা জানান। তাঁদের দাবী নাসিক ৬নং ওয়ার্ডকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান প্রয়োজন।এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close