ধর্মনারায়ণগঞ্জ

নগরীতে গোপাল জিউর আখড়া মন্দির’র রথযাত্রা

নিজস্ব সংবাদদাতা: বিশ্বশান্তি, করোনা ভাইরাস থেকে মুক্তি ও সকলের মঙ্গল কামনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব’র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জস্থ কাচারীগলি এলাকার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির হতে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এই রথযাত্রা নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, ডি. আই. টি, ২নং রেল গেইট, উকিলপাড়া, আলম খান লেন, চাষাঢ়া, কালিরবাজার, টানবাজার হয়ে কাচারীগলিতে গিয়ে শেষ হয়। কোভিডের কারণে গত ২ বছর সীমিত পরিসরে রথযাত্রা পালিত হলেও এবার বর্ণাঢ্য আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মন্দির কমিটির সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য সহ কমিটির সকল সদস্য ও অসংখ্য ভক্ত অনুরাগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close