কুমিল্লাজাতীয়নির্বাচনী হালচালরাজনীতি
কুমিল্লা সিটির নতুন মেয়র আওয়ামী লীগের আরফানুল হক রিফাত
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথমবারে মতো কুমিল্লার নগরপিতা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। ১০৫ কেন্দ্রে তিনি ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। আজ বুধবার রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করেন। সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি। এবার তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটির দ্বিতীয় নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ।