চট্টগ্রামচট্টগ্রাম বিভাগধর্মরাজনীতি

ইসলামী ছাত্র আন্দোলন হালিশহর থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

সাফায়েত মোরশেদ – বোয়ালখালী,চট্টগ্রাম প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, হালিশহর থানার উদ্যোগে চট্টগ্রাম নগরীর নয়াবাজার এলাকায়  তায়েফ রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ শে এপ্রিল এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হালিশহর থানার সভাপতি মোহাম্মদ হাফিজ উল্লাহ রাফি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং চট্টগ্রামে এম ই এস কলেজের সাবেক অধ্যাপক ডঃ আ ফ ম খালিদ হোসাইন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ তানভীর হোসেন, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, ইসলামি ছাত্র অন্দলান বাংলাদেশ হালিশহর থানার সভাপতি মোঃ মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন হালিশহর থানার সভাপতি  মাওলানা মোহাম্মদ  হাসান সহ চট্টগ্রাম মহানগরের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।‌

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ আ ফ ম খালিদ হোসাইন বলেন ইসলামের উপর চেয়ে বারংবার হামলা হচ্ছে তা দেখে আমাদের হতাশ হয়ে পড়ার কিছু নেই। কারণ ইসলাম হচ্ছে প্রজ্জলিত সূর্যের মতো। সূর্য যেমন একদিক অস্ত গেলেও অন্য দিক দিয়ে উদিত  হয় তেমনি  কোন এক দেশে ইসলামে সামরিক পরাজয়ের দিকে ধাবিত হলেও অন্য দশটি দেশে ইসলামের পতাকা পতপত করে উড়তে থাকে। এ সময় তিনি আরো বলেন ছাত্রদের একাগ্র প্রতিষ্ঠায় হতে পারে এই বাংলা সহ পুরো বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার অগ্র-পথিক।

প্রধান অতিথির বক্তব্যে নগর  সভাপতি ছাত্রনেতা মোঃ তানভীর হোসেন বলেন আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এক বিশেষ দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। এ বিষয়ে দায়িত্ব হলো রাষ্ট্র  সমাজ এবং তথাপি পুরো বিশ্বে কল্যাণ প্রতিষ্ঠা করা। তবে বর্তমান প্রেক্ষাপট অনুসারে বলা যায় অধিকাংশ ক্ষেত্রেই এটি  অপ্রতিষ্ঠিত। এই প্রেক্ষাপট পরিবর্তনে আমাদেরকে অগ্রসেনা হিসেবে কাজ করতে হবে এবং তিনি আরও বলেন আমাদের শুধু কথায় সীমাবদ্ধ থাকলে হবে না  কাজের মাধ্যমে আমাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্যের বাস্তবায়ন ঘটাতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রনেতা ইব্রাহিম খলিল বলেন, ব্যক্তিশুদ্ধি এবং সামষ্টিকশুদ্ধি  ব্যতীত ইসলামের বিজয় কল্পনাতীত। তাই ছাত্র আন্দোলনের সাথে সাথে মেধা ও শ্রম খাটানোর পাশাপাশি  আমাদের আত্মশুদ্ধি এবং আমল-আখলাক এর প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close