নারায়ণগঞ্জরাজনীতি
২৮ মার্চে হরতালের সমর্থনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
প্রেস বিজ্ঞাপ্ত: চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, গ্রাম ও শহরের সমস্ত গরীব মানুষকে রেশন প্রদানসহ নানান দাবিতে মাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।
রবিবার (২০ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুন্নি সরদারের সভাপতিত্তে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, সহ-সভাপতি রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি খায়রুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস চাল, ডাল, ভোজ্যতেলের দাম উত্তরোত্তর বেড়ে নাগালের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকটা নিত্যপণ্যেরই দাম বাড়ছে। সিলিন্ডার গ্যাসের দামও প্রতি মাসে বাড়ানো হচ্ছে।
সরকার টিসিবির মাধ্যমে ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় ন্যায্যমূল্যে চাল, ডাল, তেল দেয়া হলেও তা পরিমাণে খুব কম যা অল্প কিছু মানুষকে দেয়া যায়। প্রতিদিন সামান্য কিছু সাশ্রয়ের আশায় ৭/৮ ঘণ্টা দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে পণ্য ক্রয় করে নিম্ন আয়ের মানুষ। টিসিবির পণ্য কম থাকার কারণে প্রতিদিন প্রায় ৫০ শতাংশ মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছে। যেখানে সারাদেশে হাজার হাজার ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য সরবরাহ দরকার সেখানে তারা মাত্র ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকে পণ্য সরবরাহ করছে। টিসিবির ট্রাক সেলের সামনে এখন নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষরাও দাঁড়াচ্ছে। গ্রাম ও শহরের গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সমস্ত মানুষকে রেশন প্রদানের ব্যবস্থা করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, নিত্যপণ্যের দাম দাম বৃদ্ধির সাথ সাথে শিক্ষার্থীদের উপর একটা বড় চাপ বেড়েছে। করোনাকালীন পরিস্থিতির কারণে প্রায় ৩ কোটি ৪২ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আরো বেশি সংকটের সম্মূখীন হয়েছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন। এর মধ্যে ‘মরার উপর খাঁড়ার ঘা’ এর মতো চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমূখী। মানুষ আজকে দিশেহারা। শিক্ষার প্রত্যেকটা উপকরনের দাম বৃদ্ধি পেয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বেতন ফি বেড়েছে। অনেক দাবির পড়েও মওকুফ করা হয়নি করোনাকালীন শিক্ষার্থীদের বেতন-ফি। ফলে ঝড়ে পড়ছে অসংখ্য শির্ক্ষাথীদের শিক্ষা জীবন। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ ও শিক্ষার উপকরনের দাম কমানোর দাবি জানায়।
নেতৃবৃন্দ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম জোটের ডাকে আগামী ২৮ মার্চের অর্ধবেলা হরতালকে সফল করার জন্য ছাত্র যুবকসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।