নারায়ণগঞ্জরাজনীতি

মেহনতি মানুষের পক্ষে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে: কমিউনিস্ট পার্টি

প্রেস বিজ্ঞাপ্ত: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দাম কমাও, জান বাঁচাও’ স্লোগানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ মার্চ) বিকেল চারটায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ, সিটি কর্পোরেশনের সামনে, মন্ডলপাড়া ও ২ নং রেলগটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা। লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের পকেট কেটে নিচ্ছে। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের বক্তব্যে ব্যবসায়ী সিন্ডিকেট আরও উৎসাহিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। মূল্যবৃদ্ধির হোতা লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। দরিদ্র মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। লুটপাট বন্ধ করতে হবে, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সভা-সমাবেশে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও সরকারি দলের পক্ষ থেকে বাঁধা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে। সভা-সমাবেশ-হরতাল করা জনগণের সাংবিধানিক অধিকার। এই গনতান্ত্রিক অধিকারের ওপর কোন পক্ষ হামলা করতে পারে না।

নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের বাঁচার দাবি নিয়ে বাম গণতান্ত্রিক জোট আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। মানুষ বাঁচানোর এ হরতালে দেশবাসীর অংশগ্রহণ ও সমর্থন কামনা করছি। আশাকরি সাধারণ মানুষ এ হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসবেন। দেশে মেহনতি মানুষের পক্ষে একটা বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি কমরেড আঃ হাই শরীফের সভাপতিত্বে এ সমাবেশগুলোতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড এ্যডভোকেট মন্টু ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড দুলাল সাহা, জেলা কমিটির সদস্য কমরেড জাকির হোসেন, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিমল কান্তি দাস, কমরেড শাহানারা বেগম, কমরেড সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য কমরেড কৃষ্ণা ঘোষ, কমরেড শোভা সাহা, কমরেড শিশির চক্রবর্তী ও নারায়ণগঞ্জ শহর কমিটির সহ- সাধারন সম্পাদক কমরেড মৈত্রী ঘোষ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close