নারায়ণগঞ্জরাজনীতিসিদ্ধিরগঞ্জ
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
কেককেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ডস্থ বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কার্যলয়ে এ কেককাটা, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় শাখার সভাপতি আনোয়ার হোসেন মেহেদীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওর্য়াড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ পারভেজ, সহ-সাধারণ সম্পাদক সব্বীর আহাম্মেদ প্রধান , সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সানি, অর্থ সম্পাদক সুমন ও উপদেষ্টা নুরুল হক প্রধান প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য আলহাজ¦ মতিউর রহমান মতি বলেন আপনারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হানিার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দেশে এতো উন্নয়ন হচ্ছে। তিনি আরো বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা এ স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে।