ধর্ম
তাড়াইলে তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন
এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর গ্রামে জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আঞ্চলিক ইসলাহি ইজতেমা রোববার (৬ মার্চ) বেলা সোয়া ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সকাল ১০টা ৫৮ মিনিট থেকে শুরু হওয়া ১৬ মিনিটের এ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ্ মাঠের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ মার্চ) আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ উদ্বোধনী বয়ান ও জুমার নামাযের মধ্যে দিয়ে ইজতেমার সূচনা করেন। এ ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাড়াইল থানা পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক সাদা পোশাকের পুলিশ ও জেলা পুলিশের একটি স্পেশাল টিম মোতায়েন ছিল।