নারায়ণগঞ্জ

প্রধানমন্ত্রী দলিত সম্প্রদায়ের আবাসনের জন্য বরাদ্দ দিয়েছেন-মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এখন বাসাবাড়ি দিচ্ছি, কোয়ার্টার দিচ্ছি, সব কিছুর সুযোগ-সুবিধা দিচ্ছি। কোন জনগোষ্ঠী পিছিয়ে থাকুক এটা এই সরকার চাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্য যেভাবে চেষ্টা করছেন আমার জানা মতে, দেখা মতে, আমি এইরকম রাষ্ট্রনায়ক আমি দেখি নাই। যিনি নারীদের এত সুযোগ-সুবিধা দিতে চাচ্ছে।


মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের ডিআইটি এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দলিত নারী সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

আইভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলিত সম্প্রদায়ের বসবাসের জায়গা নিশ্চিত করার জন্য টাকা বরাদ্দ দিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০০ কোটি টাকা পেয়েছে। যা দিয়ে আমরা ১০ তলা বিশিষ্ট ছয়টি ভবন করেছি।

মেয়র বলেন, আমি ওদের ওখানে বসে চাও খাই। বানানো জিনিসও ওদের ঘরে বসে খাই। আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে কেউ গিয়ে ওদের সাথে এইভাবে আন্তরিকভাবে মিশে ওদের ঘরে বসে ওদের বানোনো চা খাবে। আমি শুধু জাত বৈষম্য দূর করার জন্য এইটা করি। কারণ আমি জাত-পাত এত হিসাব করি না। নিচু জাতের খাবার খাবো না এই রকম মানসিকতাই আমার নাই। ওদের গলিগুলো হয়তো পরিষ্কার না কিন্তু প্রত্যেকের ঘর একদম পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো-গোছানো।

আইভী বলেন, মনটাকে আগে ঠিক করতে হবে। এই সমাজ থেকে উঠে সরকারি চাকরি করতে হবে, ভালো জায়গায় যেতে হবে। এই মানসিকতা মনে জাগাতে হবে। আমি আপনাদের পাশে আছি। আমি, আমার সরকারে পাশে থেকে কাজ করতে চাই। আমরা একটি স্কুল তৈরি করতেছি। সেখানে তাদের জন্য কোটা রাখা হবে। বৃত্তি দিবো, ফ্রি পড়াবো। কোন বৈষম্য থাকবে না সেখানে। ওরা যে হাতের কাজ করে সেটার জন্য যদি কোনো শোরুম বা কোন দোকান চায় আমি ব্যবস্থা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close