ধর্মলেখা-পড়াসারাদেশ

তাড়াইলে দারুল কুরআন পরিদর্শনে চট্টগ্রাম বোর্ড ও ওলামায়ে কেরাম

 

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসা পরিদর্শন করেছেন নুরানি তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের পরিদর্শক ও ওলামায়েকেরামগণ।

বৃহস্পতিবার (৩মার্চ) দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শনে ছিলেন নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক, প্রশিক্ষক ও পরিদর্শক হাফেয মাওলানা মনিরুল কারীম। এসময় দারুল কুরআন মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্, নরসিংদীর বেলদী (মাদানী নগর) আন-নুর ইসলামি একাডেমির নায়বে মুহতামিম হাফেয মাওলানা এহতেশামুল হক, নুরানি বিভাগের প্রদান মাওলানা মাছুম বিল্লাহ্, মাষ্টার জহিরুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, হাফেয ইয়াসিন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা ইমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ্, রাউতি আতহারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, দারুল কুরআন মাদরাসার শিক্ষক হাফেয মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা মোশাররফ হুসেন মিল্কী, হাফেয আনোয়ার হোসেন, মাওলানা জিয়াউল হক প্রমুখ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close