আইন ও অধিকারসিলেট বিভাগ
শ্রীমঙ্গলে ৯০ পিস ইয়াবাসহ আসামী গ্রেফতার
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান পরিচালনায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযানে ৯০ (নব্বই) পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার সূত্র আমাদের জানান, গতকাল মঙ্গলবার (১লা মার্চ) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ১নং মীর্জাপুর ইউপি অন্তগর্ত শহরশ্রী পাচাউন বাজার থেকে দুবারহাট গ্রামের বাসিন্দা সৈয়দ মাসুদ আহমেদের ছেলে সৈয়দ মাহবুব আহমেদ সুমন (৩৮) কে ৯০ (নব্বই) পিস ইয়াবাসহ আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।