নারায়ণগঞ্জসাহিত্যসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বর্ণ সাহিত্য পত্রের উদ্যোগে শিশুদের মাঝে ছড়ার বই বিতরণ
শিল্প, সংস্কৃতি, সাহিত্য বিষয়ক মুখপত্র বর্ণ সাহিত্য পত্রের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সুকুমার রায়ের ছড়ার বই বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রæয়ারী) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ডে শাহিনূর আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচীতে বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান খান রিপন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোটার বিল্লাল হোসেন রবিন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এ এস এম এনামুল হক প্রিন্স।
অনুষ্ঠানে স্কুলের ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সাহিত্য বিকাশে শিশুদের মনোনিবেশের জন্য কার্যক্রম বর্ণ সাহিত্য পত্র আয়োজন করে। সুকুমার রায়ের ছড়া সাহিত্য বিকাশে ভূমিকা রাখবে বলে বর্ণ সাহিত্যপত্র মনে করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান খান রিপন বলেন, শিশু সাহিত্য বিকাশে সুকুমার রায়ের ছড়ার বই বিতরণের মাঝে বর্ণ সাহিত্যপত্র বিশাল ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। শিশুদের সুপ্ত বিকাশে সুকুমার রায়ের ছড়ার বই বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করছি।
বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক বিল্লাল হোসেন রবিন বলেন, বর্ণ সাহিত্যপত্রের এই উদ্যোগকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই কার্যক্রম পরিচালনা হবে বলে আমি আশা প্রকাশ করছি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন ঢালী, বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল মিয়া, আদমজী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা: এলিনা আক্তার সম্পা, বিশিষ্ট সমাজসেবক আইয়ুব আলী খান, বিশিষ্ট সমাজসেবক মো: মনির হোসেন ও আসাদুল রহমান সাব্বির প্রমুখ।