জাতীয়রাজনীতি

নির্বাচন কমিশনে জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন জমা

জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের কাছে জাতীয় পার্টির আর্থিক প্রতিবেদন জমা দেওয়া হয়।

জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত দেওয়া হিসাবে আয় দেখানো হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া বলেন, একই সময়ে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশে নতুন নয়। তবে, রাজনৈতিক কর্মসূচি থেকে যেনো সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সব রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বারবার বলেছেন একটি সুষ্ঠু ও স্থায়ী নির্বাচন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পার্টির একটি প্রস্তাবনা আছে। সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার প্রস্তাবনা আলাপ-আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে আসা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close