ধর্মসিলেট বিভাগ

কমলগঞ্জে মণিপুরীদের ২৯তম গুরু কীর্তন অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন ইউনিয়নের ১৪টি মণিপুরী গ্রামের অধিবাসীদের অংশগ্রহণে পূজা-অর্চনা, ধর্মীয় সংকীর্তন, মৃদঙ্গ বাদন, প্রভূবন্দনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে ২৯তম মণিপুরী গুরু কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এ গুরু কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মীয় সংগঠন ভানুগাছ লেইপাক ফালুর আয়োজনে ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে মণিপুরীদের বৃহৎ এ ধর্মীয় সংকীর্তন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভানুগাছ লেইপাক ফালুর তৎকালীন অধিপতি স্বর্গীয় কৃর্তিজিৎ রাজকুমার ১৯৯৩ইং সালে প্রয়াত গুরুজনদের শ্রদ্ধাভক্তি নিবেদন ও তাদের আত্মার মঙ্গলের উদ্দেশ্যে এ সংকীর্তন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছরের মাঘ ত্রয়োদশী তিথিতে পালাক্রমে ১৪টি গ্রামে মণিপুরী গুরুকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে হাজারো ভক্ত উপস্থিত ছিলেন। এদিকে মাধবপুর ইউনিয়নের ছয়চিড়ি গ্রামে মণিপুরী সমাজ সেবক সমিতি ও ভানুগাছ লৈবাক ফালুর সহযোগিতায় ছয়চিড়ি গ্রামবাসীর আয়োজনে অপর এক মণিপুরী গুরু কীর্তন অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close