নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা

বাল্য বিবাহ মুক্ত করতে কাজীদের এগিয়ে আসতে হবে: নারায়ণগঞ্জ ডিসি মঞ্জুরুল হাফিজ

‘বাল্য বিয়ে রোধ করি, সুস্থ্য সবল জাতি গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা বাল্য বিবাহ মুক্ত করতে কাজী সমিতির জন্য, নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রাশন এর উদ্যোগে নিকাহ্ ও বিবাহ রেজিস্ট্রারদের দক্ষতা বৃদ্ধির ২ দিন ব্যাপী প্রশিক্ষনের প্রথম দিন অনুষ্টিত হয়েছে।


শনিবার (১২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ক্লাবের ৪ র্থ তলায় ক্যাফেটিরিয়াতে জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ ওই প্রশিক্ষনের উদ্ধোধন করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা রেজিষ্ট্রার মো. জিয়াউল হক।

নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার সভাপতিত্বে ও জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন ও বিধিমালা নিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর সাব-রেজিষ্ট্রার মো. আব্দুর রকিব সিদ্দিক, হিন্দু বিবাহ নিবন্ধন আইন ও বিধিমালা নিয়ে বক্তব্য রাখেন ফতুল্লা সাব-রেজিষ্ট্রার মো.শাহিন আলম।

ডিসি মো: মঞ্জুরুল হাফিজ বলেন, নারায়ণগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত করা হবে। তবে জেলার সকল কাজীদের এ কাজে এগিয়ে আসতে হবে। কাজীগণ যদি বাল্য বিয়ে না পড়ান তাহলে দেশ থেকে বাল্য বিয়ে বিদায় নেবে। কারণ আগে দেখা গেছে কোর্টের মাধ্যমে বা নোটারী পাবলিকের মাধ্যমে কিছু কিছু ঘটনা ঘটতো কিন্তু এখন আর সেই সুযোগ নেই। নোটারীর মাধ্যমে কোন বিয়ে নেই। বিয়ে পড়াতে হলে কাজীদেরই দায়িত্ব পালন করতে হবে।

নারায়ণগঞ্জ জেলাকে বাল্য বিয়ে মুক্ত করার জন্য জেলার কাজীদের সাথে নিয়ে কাজ করার ঘোষনা দেন। নারায়ণগঞ্জ জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে বেশকিছু পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তাগণ। এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল কাজীগন প্রশিক্ষন র্কমশালায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close