নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জস্বাস্থ্য বার্তা
গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
গতকাল (৪ ফেব্রুয়ারি) শুক্রবার সিদ্ধিরগঞ্জের গোদনাইলে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি করেছে স্থানীয় একটি যুব সংগঠন।
সকাল ৮ টায় কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও পতেঙ্গা চা ফাস্টফুড এর কর্ণধার মুহাম্মদ রাসেল। এ সময় তিনি উপস্থিত ছাত্র ও যুব সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা করেন।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সাগর, প্রতিষ্ঠাকালীন সদস্য মেহেদী হাসান আশিক, অর্থ সম্পাদক রাতুল হাসান, দপ্তর সম্পাক শাহীন মৃধা, পাঠাগার সম্পাদক শাওন পাঠান,সদস্য মহিউদ্দিন মেরাজ, সদস্য শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এই কর্মসূচীর বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি বলেন, আমরা মূলত শুক্রবার এই কর্মসূচি টি করছি কারন যারা ভ্যাকসিন নিবন্ধন করতে পারেন নি কিংবা শ্রমজীবী হওয়ায় সময় পান নি। যেহেতু আমাদের এই অঞ্চলে গার্মেন্টস শ্রমিক ও দরিদ্র মানুষের সংখ্যাধিক্য তাই তাদের সহায়তায় আমরা এই কাজটি করছি। ভ্যাকসিন রেজিষ্টেশনে বিভিন্ন ঝামেলা ও কু-সংস্কারে অনেকেই নিবন্ধন করেন নি তাই তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করেছি। তবে সরকারী ভাবে বিভিন্ন এলাকায় গণটিকা কিংবা রেজিষ্টেশন কার্যক্রম করা জরুরি বলে মনে করছি। আমরা মনে করি, ভ্যাকসিন এর মেসেজ এর পাশাপাশি কল দিয়ে জানিয়ে দেয়ার ব্যবস্থা করলে ভালো হয়।কারন অনেক মানুষই মেসেজ পড়তে পারেন না কিংবা বুঝেন না এবং চেক করতে পারেন না। আশা করি যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই পরামর্শ গুলো আমলে নিবেন।
এদিকে গোদনাইল আলোকিত যুব শক্তি নামক এই সংগঠনের উদ্যোগে অনগ্রসর ও পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেখা গেছে। এর আগে করোনাভাইরাস এর প্রথম দিকে ১ হাজার লিফলেট ও মাক্স এবং দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করে সংগঠনটি। গত কয়েক বছর ধরে ধারাবাহিক চিকিৎসা সহায়তা প্রদান,শিক্ষা সহায়তা, শীতবস্ত্র কার্যক্রম,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম,বৃক্ষরোপণ কর্মসূচী সহ বিভিন্ন জনকল্যাণকর কাজে অবদান রেখে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। স্থানীয় কাউন্সিলর, শিক্ষক,পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গোদনাইল আলোকিত যুব শক্তির কার্যক্রমে সাধ্যমতো সহায়তা করেন বলে জানা গেছে।