শহীদ আমিন, সালেকিন, তরিকুলের রক্ত বৃথা যেতে দেবো না! জাতীয় সম্পদ রক্ষার করতে রক্তে ভেজা ফুলবাড়ি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় সম্পদের লুন্ঠন ও অপচয়ের দায়ী দালাল ও লুটেরাদের বিচারের দাবী নিয়ে ফুলবাড়ি দিবস পালন করেছে গণসংহতি আন্দোলন।
আজ ২৬ আগষ্ট সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলস্থ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ফুলবাড়ীর সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা।
এসময় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়ক শহিদ শিমুল, ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী এডভোকেট ফাহিম শরীফ খান, মহানগর সদস্য সচিব মিজানুর রহীম চৌধুরি, পাঁচলাইশ থানা শাখা সদস্য সচিব ও মহানগর সদস্য প্রকাশ মজুমদার বাবু, বহুমুখী শ্রমজীবী হকার সমিতির সাধারণ সম্পাদক ও গণসংহতি আন্দোলন জেলা সদস্য সাধন দত্ত, চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন সদস্য মোঃ কাশেম প্রমুখ।