নারায়ণগঞ্জরাজনীতিরুপগঞ্জ

তৈমূর-কামালের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএস কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দল।

সোমবার (২৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি ও বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ডাক্তার ইউনুস, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, ধর্মবিষয়ক সম্পাদক ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, তারাবো পৌরসভা ওলামাদলের সভাপতি কামাল খান, সাধারণ সম্পাদক আবদুল লতিফ খান, বিএনপি নেতা আব্দুল হালিম মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান।

সভায় বক্তারা বলেন, বিএনপির পরিশ্রমি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপি অচল হয়ে পড়বে ডুবে মরবে শিতলক্ষায়। অব্যাহতি পত্র প্রত্যাহার করা না হলে রাজপথে বিএনপি থাকবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করলে সমস্যা নেই এমন বক্তব্যে এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন তৈমূর আলম খন্দকার। একই সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়। পরে বেগম খালেদা জিয়ার জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় গত ১৮ জানুয়ারি এড তৈমুর আলম খন্দকার ও এটিএম কামালকে বহিষ্কার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close