নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁও প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক
স্বাস্থ্য বিধি মেনে সোনারগাঁও প্রেস ক্লাবের ২০২১-২৩ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সোনারগাঁও রয়েল রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠিত হয়। সকালে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. সামসুল ইসলাম ভূঁইয়া।
সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহ উদ্দিনের সভাপতিত্বে সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান-পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এইচএম মাসুদ দুলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্ববায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও এডভোকেট নূর জাহান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফজলে রাব্বী, আশরাফুজ্জামান, নাসরিন সুলতানা ঝরা, সাবেক ছাত্রলীগ নেতা ছগির আহমেদ, শাহ মোহাম্মদ সোহাগ রনি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, কমিউনিষ্ট পার্টির সোনারগাঁও উপজেলা সভাপতি শংকর প্রকাশ, বাসদের সোনারগাঁও সমস্বয়ক বেলায়েত হোসেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য একেএম মাহফুজুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, অধ্যক্ষ ড. নূরে আলম, কবি শাহেদ কায়েস, সুজনের সোনারগাঁ শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান, সোনারগাঁও প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান, সোনারগাঁও থানা প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের সভাপতি এম এ হাকিম, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, বিকশিত সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান তাওফিকা শাহেদ, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মতিউর রহমানসহ বিশিষ্টজনরা।
এছাড়াও সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় ইনসাফ ল্যাব এন্ড হসপিটালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।