ধর্মনারায়ণগঞ্জ
না’গঞ্জে খাঁজা মঈনুদ্দিন চিশতী ও খাঁজা গরীব আলী শাহেন শাহ্ এর বাৎসরিক উরশ শরীফ উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের ১নং রেল গেইটস্থ অটোরিকশা সিএনজি স্ট্যান্ডে গরীবে নেওয়াজ হযরত সৈয়দ খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) ও হযরত সৈয়দ খাঁজা গরীব আলী শাহেন শাহ্ আল-মাইজভান্ডারী (কঃ)’র বাৎসরিক উরশ শরীফ উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকির-আজকারের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) বাদ এশা বাৎসরিক উরশ শরীফের বিদায়ী রজনীতে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- মোঃ মিলন ভান্ডারী, মোঃ বাবুল সরকার, মোঃ আক্তার হোসেন ভান্ডারী, মোঃ কবির হোসেন ভান্ডারী, শ্রী সঞ্জয় দে ভান্ডারী সহ মাইজভাণ্ডারীর আশেকানবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা চালক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম’র সভাপতিত্বে মোঃ নজরুল ইসলাম ভান্ডারী মোনাজাত পরিচালনা করেন। এবং দেশবাসীর সকলের জন্য মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।
পরিশেষে রান্না করা খিচুড়ী তোবারক হিসেবে বিতরণ করা হয়।