নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ শাকিল (৩২), মিলন শেখ (৩২), মো. রমজান আলী (২৭), মো. ইমরান হোসেন (২৪), আরিফুল ইসলাম ইমরান (৩২), মহসীন খারকোল (৪২), মো. হারুনুর রশিদ লিমন (২২), মো. আমজাদ (৪২), মো. জিয়াউর রহমান (৩০), ও চিত্তরঞ্জন সরকার (৩১)।

 

এ সময় তাদের নিকট হতে ৫ টি বিষাক্ত মলমের কৌটা, ৮০ টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের কতিপয় সদস্যরা দীর্ঘদিন যাবৎ পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তায় চলাচলরত পথচারীদের আটক করে বিষাক্ত মলম সাধারণ মানুষের চোখে মুখে ব্যবহারের মাধ্যমে অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের মাধ্যমে জখম করে মূল্যবান সরঞ্জামাদি মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হয়রানি করে আসছে।

 

এর সত্যতা পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মলমপার্টি চক্রের ওই সক্রিয় ১০ সদস্যকে গ্রেপ্তার করে।  এ সময় তাদের নিকট হতে ৫ টি বিষাক্ত মলমের কৌটা, ৮০ টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ এলাকায় পথচারী, রিক্সা আরোহী এবং সিএনজির যাত্রীদের মলম লাগিয়ে তাদের সাথে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close