ঢাকা বিভাগধর্মলেখা-পড়া
দারুল কুরআন মাদরাসার সবক প্রদান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি: (৪ জানুয়ারি) মঙ্গলবার রাত ৮টায় দারুল কুরআন মাদরাসার ২০২২ শিক্ষা বর্ষের সবক প্রধান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন কিশোরগঞ্জ ইমাম ওলামা পরিষদের সভাপতি, আল জামিয়াতুল ইমদাদিয়ার শায়খুল হাদিস ও ঐতিহাসিক শহিদি মসজিদের খতিব আল্লামা শফিকুর রহমান জালালাবাদী (দা.বা.)।
মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই, হযরত শাহ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, কিশোরগঞ্জের সহকারী রাজস্ব কর্মকর্তা আলম খান, কিশোরগঞ্জের কালাইহাটি ইসলামি মিশন দাখিল মাদরাসার সুপারেন্টেন্ড মাওলানা আব্দুল মান্নান, তাড়াইল উপজেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, জাপা নেতা মোঃ দুলাল মিয়া, খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল জলিল, সহিলাটি আব্দুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান, এলএসডি রোডস্থ বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেয মাওলানা হাসান মাহমুদ, তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম, দারুল কুরআনের শিক্ষক মাওলানা মোশারফ হুসাইন মিল্কী, জাহাঙ্গীর আলম কাসেম, হাফেয আনোয়ার হোসেন প্রমুখ।