জাতীয়নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতিসিদ্ধিরগঞ্জ

কাঙ্ক্ষিত শান্তি পেতে হলে হাতপাখায় ভোট দিন-মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেনছেন, কাঙ্ক্ষিত শান্তি পেতে হলে হাতপাখায় ভোট দিন। এতদিন আমরা যা দেখেছি নামমাত্র কিছু উন্নয়ন হলেও মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয়নি। আমরা চাই জনগণের মৌলিক চাহিদা পূরণসহ আধুনিক ও উন্নত নগরী গঠন করতে। সেই লক্ষ্যে হাতপাখাকে বিজয়ী করুন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় ৬নং ওয়ার্ডে হাতপাখার গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

তিনি আদমজী, সুমিলপাড়া, এস.ও মন্ডলপাড়া, বাগপাড়া, নতুন বাজার গণসংযোগ করেন। বিকাল ৪ টায় ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সোহেল রানার নেতৃত্বে গণসংযোগ করেন মুফতি মাসুম বিল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, প্রচার ও দাওয়া সম্পাদক মুহা. বিলাল খান, সহ অর্থ সম্পাদক তাজউদ্দীন আহমদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা. মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল আমীন দুলাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পদাক এইচ এম মিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ডের সমন্বয়ক মুহা. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close