নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি
প্রতিপক্ষ ঘুড়ি মার্কার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন ঝুঁড়ি প্রতীকের প্রার্থী খোকন ভেন্ডার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওর্য়াডের ঝুঁড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ খোকন ভেন্ডার।
সোমবার ১০ জানুয়ারি বিকেলে কাইতাখালী এলাকায় তার নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ ঘুড়ি মার্কার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেন ঝুঁড়ি প্রতীকের প্রার্থী খোকন ভেন্ডার। গতকাল ৯ জানুয়ারি রাতে কাইতাখালী এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে অতর্কিতভাবে হামলা চালায় বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করে বলেন, আমার কর্মীদের মোবাইল ফোনে ভয়ভীতি সহ আগামী ১৭ জানুয়ারি এলাকায় কিভাবে থাকে বলে হুমকি দেয়ারও অভিযোগ করেন।
তিনি সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমুলক শাস্তি দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানান।