চট্টগ্রামচট্টগ্রাম বিভাগনির্বাচনী হালচাল

বোয়ালখালী ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ

বোয়ালখালী ৮ নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের হাতপাখা মার্কার চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ এর নির্বাচনী সাক্ষাৎকার।

নিজস্ব প্রতিবেদক-সাফায়েত মোরশেদ,বোয়ালখালী চট্রগ্রামঃ
 বজ্রধ্বনী  সংবাদ :আসসালামুয়ালাইকুম কেমন আছেন?
 খালেদ  সাইফুল্লাহ :আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি ।
বজ্রধ্বনি সংবাদ:দিনকাল কেমন কাটছে?
খালেদ সাইফুল্লাহ :আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে ।
বজ্রধ্বনি সংবাদ:আপনি কি এর আগে কখনো নির্বাচিত হয়েছিলেন ?
 খালেদ সাইফুল্লাহ:জি, না এবারে আমি প্রথম নির্বাচন করছি
বজ্রধ্বনি সংবাদ :নির্বাচনী প্রচারণায় কি রকম সময় ব্যয় করছেন?
 খালেদ সাইফুল্লাহ :আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইবাদতের পরে যতটুকু সময় পাচ্ছি  নির্বাচনী প্রচারণায় সময় দিচ্ছি।
বজ্রধ্বনি সংবাদ:আপনি নির্বাচনের প্রচারণায় আপনার প্রতি জনগণের কি রকম সাড়া পাচ্ছেন?
খালেদ সাইফুল্লাহ: আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক সহযোগিতা করছে অনেক উৎসাহ দিচ্ছে এবং জনগনের মাঝে আমি অনেক আস্থা দেখতে পাচ্ছি আমার উপর। এখন বাকিটা আল্লাহ পাকের উপর নির্ভর ।
বজ্রধ্বনি সংবাদ: আমরা আপনার নির্বাচনী ইশতেহার টা শুনতে চাই?
খালেদ সাইফুল্লাহ: আমার নির্বাচনী ইশতেহার হল
১ ইনসাফভিত্তিক বন্টন ব্যবস্থা চালু
২ প্রত্যেক ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপন
৩ শিক্ষাব্যবস্থার দুর্নীতি এবং অনিয়ম রোধ করে; সুস্থ ধারার শিক্ষাব্যবস্থা চালু
৪ বিধবা মহিলাদের চেয়ারম্যানের ব্যবস্থাপনায় বিবাহের ব্যবস্থা করা
৫ সবাইকে নিয়ে মাদক এবং চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন গঠন করা
৬ বিচারব্যবস্থা স্বাধীন রূপ তথা নিষ্ঠার সাথে সমাধান করা
৭ দুর্নীতি-দুঃশাসন অবসান ঘটিয়ে আদর্শ ইউনিয়ন গঠন করা
৮ সর্বোপরি আল্লাহকে খুশি করে সকল কাজ-কর্ম পরিচালনা করা
বজ্রধ্বনি সংবাদ :আমরা জানি মাদক আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা আপনাকে যদি জনগণ নির্বাচিত করে আপনি মাদক নির্মূলে কি ব্যবস্থা গ্রহণ করবেন?
খালেদ সাইফুল্লাহ :মহান রাব্বুল আলামিন মাদককে হারাম ঘোষণা করেছেন এবং সর্ব জাতির জন্য এই মাদক একটি ঘৃণ্যতম বস্তু।আমি প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং আমার এলাকার জনগণকে সাথে নিয়ে এই মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব।
বজ্রধ্বনি সংবাদ: আপনি নির্বাচিত হলে এলাকায় বাল্যবিবাহ রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন?
খালেদ সাইফুল্লাহ:  বাল্য বিবাহ একটি সামাজিক কুসংস্কার। আমি ইসলামী শরীয়ত আইন এবং সরকারি বাল্য বিবাহ আইন কে সমন্বয় করে বাল্যবিবাহের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করব।
বজ্রধ্বনি সংবাদ:আপনি আপনার এলাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ নানা রকম ভাতা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা এলাকার জনগণকে সুনিশ্চিত করতে কি পদক্ষেপ গ্রহণ করবেন তা আমরা জানতে চাই?
খালেদ সাইফুল্লাহ: আমরা সাধারনত দেখি অনেকে ক্ষমতার অপব্যবহার করে যারা এইসব বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতা এ সকল সুযোগ-সুবিধার আওতায় পড়ে না তারা এই সকল সুবিধাগুলো গ্রহণ করে । তাই আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়েই সকল সুযোগ-সুবিধা সমূহ জনগণের দোরগোড়ায় সঠিক মানুষের কাছে সঠিক সেবা পৌঁছে দেয়ার জন্য । এছাড়া এই সকল সুযোগ-সুবিধা বাহিরেও সরকারের যে সকল অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো প্রশাসনের সহায়তায় চেষ্টা করব আমার জনগণের কাছে পৌঁছে দিতে ।
বজ্রধ্বনি সংবাদ:আপনি আপনার এলাকায় বিভিন্ন ধর্ম জাতি মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কি রকম ব্যবস্থা নিবেন?
খালেদ সাইফুল্লাহ:সবাই  আল্লাহ তা’আলার বান্দা।  আল্লাহপাক সবাইকে সৃষ্টি করেছেন এবং মুসলমানদের পবিত্র ধর্ম ইসলামে দাঙ্গা-হাঙ্গামা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালনকরবে, মুসলমানরা  মুসলমানদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, খ্রিষ্টানরা খ্রিষ্টানদের ধর্ম পালন করবে এবং আমি সকল ধর্মের মানুষদের ভাই-ভাই মনে করে একসাথে সকলের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।
বজ্রধ্বনি সংবাদ:আপনি আপনার এলাকার শিক্ষার মানোন্নয়নে কি রকম পদক্ষেপ নিবেন?
খালেদ সাইফুল্লাহ :বর্তমানে এখন সবকিছু পরিবর্তন হচ্ছে এবং সবকিছু মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগছে। দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে তাই সেই হিসেবে শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন । তাই আমি আমার এলাকায় নির্বাচিত হলে মডেল স্কুল এবং মাদ্রাসা গড়তে প্রশাসন এবং জনগণকে সাথে নিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করব।
 বজ্রধ্বনি সংবাদ :আপনাকে যদি জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আপনি জনগণের স্বার্থে সর্বপ্রথম  কি উদ্যোগ গ্রহণ করবেন?
  খালেদ সাইফুল্লাহ :আমাকে যদি জনগণ নির্বাচিত করে তাহলে আমি সর্বপ্রথম এলাকার যুব সমাজের মাঝে এবং সর্বস্তরের মানুষের মাঝে কুরআনের আলো তথা কুরআনের জ্ঞান পৌঁছে দেয়ার চেষ্টা করব যাতে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি
বজ্রধ্বনি সংবাদ:ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য
 খালেদ সাইফুল্লাহ :আপনাকে অশেষ ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close