নারায়ণগঞ্জনির্বাচনী হালচালফতুল্লারাজনীতি

রাত পোহালেই ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ

ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা ধরনের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচনকে শতভাগ সুষ্ঠু করতে কয়েকভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করেছে।

নির্বাচনে অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় ৩০ বছর পর হতে যাওয়া নির্বাচনকে ঘিরে ফতুল্লা ইউনিয়নবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

তবে নির্বাচনকে ঘিরে নানা ধরনের গুজব ছড়িয়ে কেউ কেউ আতঙ্ক-উত্তেজনা সৃস্টির চেষ্টা করছেন বলেও বিভিন্ন  সূত্র জানাগেছে। নির্বাচনকে ঘিরে কোন রকমের অরাজকতা করতে দেয়া হবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাত পোহালেই প্রায় ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ফতুল্লায়। নির্বাচনকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এবারের নির্বাচনে বেশ কিছু বিতর্কিত ব্যক্তি মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এদের মধ্যে চিহ্নিত ডাকাত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীও রয়েছে। ফলে সাধারণ মানুষ নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, নির্বাচন শান্তিপূর্ন এবং সুষ্ঠ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

পুলিশের পাশাপাশি র‌্যাব-১১ এবং একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। নির্বাচন নিয়ে কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কাউকে ছাড়া দেয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close