সিলেট বিভাগ

সিলেটের মধুবাগ টুলটিকরে নিরাপদ পরিবেশ নিয়ে কাজ করছে একদল তরুণ-তরুণী

ব্রিটিশ কাউন্সিলের LEAD BANGLADESH PROJECT এর অংশ হিসেবে সিলেটের মধুবাগ টুলটিকর এলাকায় গত জানুয়ারি থেকে ১২ জন প্রশিক্ষিত তরুণ তরুণীর উদ্যোগে শুরু হয়েছে নতুন সামাজিক উদ্যোগ, যার নাম নিরাপদ পরিবেশ।

তাদের কাজের লক্ষ্য টুলটিকরের মধুবাগ এলাকার মানুষের জন্য নিরাপদ এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করা।
তাদের উদ্যোগের উদ্দেশ্য ছিল যে রাস্তায় যত্রতত্র আবর্জনা এবং ডাস্টবিন উপচে পড়া অবস্থায় একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা । যাতে মানুষের চলাচল বিঘ্ন এবং স্বাস্থ্যের ঝুঁকি কমানো যায় । বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে শিশু, মহিলা ,পুরুষ ,শ্রমিক সবাই এই সমস্যায় জর্জরিত ছিল। এই সমস্যা থেকে এই নিরাপদ পরিবেশ সামাজিক উদ্যোগ এর উৎপত্তি।
তারা তাদের যাত্রাপথের প্রথমেই করোনার ভয়াল থাবার সম্মুখীন হয় কিন্তু তারপরও তারা থেমে থাকেনি ।  প্রথমে স্থানীয় মানুষের সাথে তারা কথা বলে জানতে চান যে, এই ময়লা আবর্জনা যত্রতত্র ফেলার পেছনে প্রধান কারণ কি ? কারণ হিসেবে তারা জানতে পারে গলির মুখগুলোতে ল্যাম্পপোস্টের লাইটের অভাবে তারা ডাস্টবিন গুলোতে রাত্রে বা সন্ধ্যে হয়ে গেলে ময়লা ফেলতে অনেকেই বিব্রতবোধ করেন এবং যে ডাস্টবিন গুলো রয়েছে সেগুলো ঠিকমতো তদারকি না হওয়ার কারণে এগুলো অনেকটাই উপচে পড়ার মত অবস্থা । যার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
সেই থেকে ১২ জন তরুণ সেচ্ছাসেবী তাদের পদক্ষেপ অনুযায়ী স্থানীয় সরকারের কার্যালয়, স্থানীয় কাউন্সিলর অফিসে যায় এবং সেখানে তাদের এলাকার সমস্যা নিয়ে কথা বলে কথা বলার পর তারা জানতে পারে যে, স্থানীয় সরকারের একটি প্রকল্প তেরী আছে যেটা ২০ টাকা করে প্রতি মাসে এলাকার মানুষ দিবেন এবং স্থানীয় সরকারের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা-আবর্জনা ঘর থেকে সংগ্রহ করবে। তারা আরো আশ্বাস দিয়েছিলেন, রাস্তার লাইটের সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা হবে ।
এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে গত দু’মাস আগে লাইটের সমস্যা সমাধান হয়েছে এবং মানুষের জনদুর্ভোগ অনেকটাই কমেছে । ময়লা আবর্জনার জন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদের যাতে উপস্থিতি নিশ্চিত করা যায় সে উদ্দেশ্য কাউন্সিলরের অফিসের কর্মকর্তারা কাজ করছেন এবং তাদের কাজের অগ্রগতি খুবই ভালো ভাবে এগিয়ে যাচ্ছে।
“নিরাপদ পরিবেশ” টিমের সদস্যরা জানান, আগামীতে তাদের আরো অনেক পরিকল্পনা আছে যে তারা কাউন্সিলরের সাথে মিলে মিশে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তার সাথে কথা বলে এ সমস্যার সমাধান করবেন।

Partner Organization: IDEA

Social Action Project name : SAFE ENVIRONMENT ( নিরাপদ পরিবেশ )

COMMUNITY : মধুবাগ টুলটিকর , সিলেট

SAP LEADER : ফারহানা চৌধুরী , রাশেদা বেগম

SAP MEMBER : 12

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close