নারায়ণগঞ্জনির্বাচনী হালচালরাজনীতি
সিদ্ধিরগঞ্জে কমিউনিটি ক্লিনিক আটকিয়ে শফিকের নির্বাচনী ক্যাম্প
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম শফিকের (ঝুড়ি প্রতীক) বিরুদ্ধে কমিউনিটি ক্লিনিক আটকিয়ে নির্বাচনী ক্যাম্প তৈরি করার অভিযোগ উঠেছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় সরকারি “মিজমিজি কমিউনিটি ক্লিনিক” এর সামনে কাউন্সিলর পদপ্রার্থী শফিকের (ঝুড়ি প্রতীক) নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়েছে।
এতে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের বেগ পেতে হচ্ছে। এছারাও প্রতিপক্ষের মিছিল-গণসংযোগে যোগ দিলে তাকে ডেকে নিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগও রয়েছে শফিকের বিরুদ্ধে।
মিজমিজি কমিউনিটি ক্লিনিকের সভাপতি মোস্তফা কামাল বলেন, কে বা কারা রাতের আধারে একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করেছেন। সকালে আমরা এই প্যান্ডেলে কাউকে বসতে দেই নাই। আপাতত রোগীরা কোনো সমস্যা ছাড়াই চিকিৎসা সেবা পাচ্ছে।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর নির্বাচন কর্মকর্তা ও নাসিক নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আফরোজা খাতুনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন, আমি এখন বাহিরে আছি। কথা বুঝছি না। আপনি আমাকে সন্ধ্যার পর কল কইরেন।
এ দিকে সকল অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী শফিক বলেন, কমিউনিটি ক্লিনিকের রাস্তা বন্ধ করে কোন নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়নি। মানুষের চলাচলের জায়গা রেখেই ক্যাম্পটি তৈরি করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা।