নারায়ণগঞ্জ

এমপি শামীম ওসমানের শ্বশুরের ইন্তেকালে সিরাজ মন্ডলের শোক

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমানের শ্বশুর, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও সদ্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক তানভীর আহাম্মেদ টিটুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী সাইফউদ্দিন আহাম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল।

এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন। সেইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহাম্মেদ।

মৃতুকালে হাজী সাইফুদ্দিন আহাম্মেদের বয়স ছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা সম্পন্ন করে, বন্দর লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা সম্পন্ন করে, পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close