জেলা/উপজেলাঢাকা বিভাগ

গাজীপুরে জ্যামের মধ্যে ছিনতাইরে শিকার গাড়ীচালক

৭ অক্টোবর ২০২১  বৃহস্পতিবার সেই জ্যামে মোহাম্মদ জুবায়ের হোসেন (২৬) নামে এক গাড়ি চালকের উপর আক্রমন করে চার ছিনতাইকারী। তাদের হাতে ছিল ধারালো রামদা এবং অস্ত্র সামগ্রী। ছিনতাইকারীরা জ্যামের সুযোগে প্রথমেই গাড়ির গ্লাস ভেঙে ফেলে, সাথে সাথে ভাঙ্গা কাচের টুকরা ঢুকে যায় গাড়িচালক জুবায়েরের চোখে।তাকে প্রচণ্ড রকম মারধর করে এবং হাতে কোপ দেয়।

বজ্রধ্বনি ডেস্ক গাজীপুর মিরের বাজার থেকে বাইপাসের রাস্তায় ময়লার স্তূপ এর পাশে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে। ৭ অক্টোবর ২০২১  বৃহস্পতিবার সেই জ্যামে মোহাম্মদ জুবায়ের হোসেন (২৬) নামে এক গাড়ি চালকের উপর আক্রমন করে চার ছিনতাইকারী। তাদের হাতে ছিল ধারালো রামদা এবং অস্ত্র সামগ্রী। ছিনতাইকারীরা জ্যামের সুযোগে প্রথমেই গাড়ির গ্লাস ভেঙে ফেলে, সাথে সাথে ভাঙ্গা কাচের টুকরা ঢুকে যায় গাড়িচালক জুবায়েরের চোখে।তাকে প্রচণ্ড রকম মারধর করে এবং হাতে কোপ দেয়।
আহতাবস্থায় আশেপাশে থাকা কেউ ভয় এগিয়ে আসতে পারেনি। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং কাগজপত্র ছিনিয়ে নেয়। আহত জুবায়ের প্রাথমিক চিকিৎসা নিয়ে দৈনিক বজ্রধ্বনি কে সাক্ষাৎকার দেন। তিনি সিদ্ধিরগঞ্জ আদমজী নতুন বাজার এলাকায় বসবাস করেন, তার গ্রামের বাড়ী নোয়াখালীর সোনাইমুড়ীতে।
সাক্ষাতকারে তিনি জানান,তিনি আদমজী ইপিজেড গেট থেকে সিএনএফ কর্তৃপক্ষ এর গাড়িতে করে পণ্যবাহী পিকআপ চালান। তিনি কর্তৃপক্ষকে এই ঘটনা জানিয়েছেন, তবে তারা এখনো কিছু বলেননি। তিনি জানান এই ছিনতাইয়ের ঘটনা নতুন নয়।তিনি আরও বলেন,গাজীপুর ৩০০ ফিট থেকে আসতে মিরের বাজার হয়ে বাইপাস চৌরাস্তায় জ্যামের সুযোগ নিয়ে ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটে। ওই জায়গায় সব সময় জ্যাম থাকে। আদমজী ইপিজেড গেট থেকে এই রুটের অধিকাংশ গাড়িচালক এই ঘটনার শিকার হয় । তাকে প্রশ্ন করা হলে তিনি জানান,এই ঘটনায় তিনি এখনো কোন আইনি সংস্থায় অভিযোগ করেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close