আইন ও অধিকারজেলা/উপজেলানারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে শ্রমিক নেতার জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় নেতাদের আবেদন
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সোমবার (০৪ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক’র (ডিসি) বরাবরে এ আবেদন করেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আবদুল মতিন মুন্সি ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এর অনুলিপি দেওয়া হয় কমান্ডিং অফিসার র্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ও সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ টি দপ্তরে।
আবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এসওরোডস্থ আশরাফ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ীতে হামলার করে দূর্বৃত্তরা । হামলার ঘটনার সিসিটিভি ফুটেজসহ পুলিশের নিকট দেওয়া হয়েছে। হামলার ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর গোদনাইল মেঘনা ডিপোর সামনে অর্ধবেলা কর্মবিরতি পালন করে প্রতিবাদ সভা করে ট্যাংকলরী শ্রমিকরা।
এ ঘটনায় পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিট ভূক্ত আসামী নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও তাঁর ছেলে ধর্ষণ সহ একাধিক মামলার আসামি জাহিদ মন্ডল সহ ৭ জনের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৩৫৭) করেন শ্রমিক নেতা আশরাফ উদ্দিন। উল্লেখিত ঘটনাটি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে উল্লেখ করেন।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের হাইব্রিড নেতা সিরাজুল ইসলাম মন্ডল।তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০২০ সালের ২৩ এপ্রিল ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে শ্রমিক নেতা আশরাফ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মারামারি মামলা হয়। ওই মামলায় সিরাজ মন্ডল তাঁর ১১ সহযোগী সহ গ্রেফতার হয়।