নারায়ণগঞ্জ

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলা বন্ধের দাবিতে জমইয়াতে হিজবুল্লাহর মানববন্ধন

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা বন্ধের ও স্বাধীনতা দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ।

শনিবার (২১ অক্টোবর) সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হোসাইন বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোতালিব মাষ্টার, মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা আব্দুল কাদির বিন হোসাইন,মুফতি নুর মোহাম্মদ, মোঃ কেফায়েত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন,ইসরাইলের বর্বর বাহিনী স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে ও বোমা হামলা চালিয়ে হত্যা করছে।
বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা যদিও ফিলিস্তিনে যেতে পারছিনা মহান আল্লাহর কাছে দোয়া করি ইসরাইলকে যেন পুরোপুরি ধ্বংস করে দেন। ফিলিস্তিনিদের যে লক্ষ্য উদ্দোশ্য সেটা বাস্তবায়ন করে দেন।

অবিলম্বে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত বোমা হামলা ও নির্যাতন বন্ধ করার জন্য দাবি জানান।ইসরাইল বাহিনী গ্যাস,বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে।যা আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী।

বক্তার আরো বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা কামি মানুষ চরম দুর্দশার মধ্যে দিনযাপন করছে।তাদেরকে সাহায্য করা আমাদের প্রত্যেকটা মুসলমানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তাই আপনারা যারা পারেন আমাদের তহবিলে দান করবেন আমরা ফিলিস্তিনি জনগণের জন্য টাকা ও খাদ্য সামগ্রী পাঠাবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close