নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অগ্নি নির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।

অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার, বহির্গমণ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

Open photo

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভূমি মন্ত্রনালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির আয়ােজনে ‘আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ এর পরিচালনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও দুর্ঘটনা প্রতিরােধে করণীয় বিষয়গুলাে সম্পকে কর্মশালাম় হাতে কলমে প্রদর্শনী করা হয়। গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মাধ্যম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরােধে করণীয় বিষয়গুলাে সম্পর্কে কর্মশালায় হাতে কলমে প্রদর্শনী করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মােল্লা এবং স্টেশন অফিসার মাে. আব্দুল হাই। এছাড়াও আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ২০ জন সদস্য এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রনালয় কর্মকর্তা ও কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাে. নূরুল ইসলাম তালুকদার, সেক্রেটারী মাে. মশিউর রহমান, সংগঠনটির নির্বাহী সদস্য মাে. হারুন অর রশীদ, প্রাক্তন নির্বাহী সদস্য কাজী রহমতুল্লাহ, ভূমি পল্লী বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি ও সংগঠনটির নির্বাহী সদস্য মাে. মহসিন, ভূমি পল্লী জামে মসজিদের অর্থ সম্পাদক প্রকৌশলী আব্দুল আজীজ, ভূমি পল্লী কল্যাণ সমিতির আহ্বায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম, ভূমি পল্লী সমবায় সমিতির সভাপতি আলমগীর হােসেন পাটোয়ারী প্রমূখ।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close