আন্তর্জাতিক

ইরানের নতুন রাষ্ট্র প্রধান ইব্রাহীম রাইসি

ইরানে নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। সাবেক বিচার বিভাগের প্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদ ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোটে নির্বাচনে জয় পেয়েছেন বলে জানা গেছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে এএফপি।

শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলরেজা রহমানি ফজলি এই ফলাফল প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি বলেন, শুক্রবারের নির্বাচনের ৫৯ মিলিয়নেরও বেশি যোগ্য ভোটারের মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিত ছিল।

ষাট বছর বয়সী ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। তাকে ২০১৯ সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।  রাইসি দেখিয়েছেন যে ইরানে দুর্নীতি মোকাবেলা এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে তিনিই হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে ১৯৮০-এর দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মী এর আগে উদ্বেগ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close