জাতীয়রাজনীতিসারাদেশসিলেট বিভাগ

কমলগঞ্জে ধান কেঁটে কৃষকের ঘরে তুলে দিল যুব লীগ নেতাকর্মী

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় যুব লীগের নেতাকর্মীরা ৪ কিয়ার জমির ধান কেঁটে ৩ কৃষকের ঘরে তুলে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুব লীগের নির্দেশে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তাদের এ কার্যক্রম।

বুধবার (২৮ এপ্রিল) সকালে ধান কাঁটার উৎসব শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা যুব লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন।

এসময় কৃষকরা বলেন- যুব লীগের নেতাকর্মীরা পাকা ধান কেঁটে সহযোগিতা করায়, আবেগআপ্লুত হয়ে পড়ে কৃষকরা। ধান কাঁটার উপযুক্ত সময় হলেও করোনার কারণে শ্রমিক সংকটে পড়েছি। এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি বেশি হওয়াতে ক্ষেতের ধান পাকার পরও তা কাঁটতে না পেরে ক্ষতির শঙ্কায় ছিলাম। যেখানে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাঁটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলাম আমরা, সেখানে প্রায় দুই ঘণ্টার মধ্যে যুব লীগের নেতাকর্মীরা জমির সব ধান কেঁটে ঘরে তুলে দেয়।

কমলগঞ্জ উপজেলা যুব লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ বলেন- করোনার ২য় ঢেউয়ে শ্রমিক ও অর্থ সংকটের কারণে ৪ কিয়ার জমির পাকা ধান কাঁটতে পারছিলেন না শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকায় কৃষক ক্বারী ফজলুল হক সহ ৩ কৃষক। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। আমি খবর পেয়ে যুব লীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে যাই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও এলাকার কৃষক ক্বারী ফজলুল হক, আং রশিদ, অপু মিয়া, উপজেলা যুব লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, সায়েখ আহমেদ, সদস্য আলাল মিয়া, জহিরুল ইসলাম নান্নু, সাইফুল ইসলাম সহ যুব লীগের অর্ধশতাধিক নেতাকর্মীবৃন্দ।

এর আগে যুব লীগের নেতাকর্মীরা গত রবিবার (২৫ এপ্রিল) কমলগঞ্জ পৌর এলাকার খুশালপুর গ্রামের ৩ কৃষকের এক একর জমির ধান কেঁটে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close