জেলা/উপজেলাসারাদেশ

বাংলাদেশ তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা: লিটন আহমেদ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তাঁতীলীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সংগ্রামী সভাপতি লিটন আহমেদ।

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতীলীগ। কর্ম সেবা, প্রগতি, এই নীতি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ তাঁতীলীগ। সংগঠনের বিষয়ে নীতি ও আদর্শ মেনে চলতে এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে দলীয় কার্যক্রমকে আরও বেগবান করে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সকলের সোনালী ভবিষ্যৎ। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভুমিকার মতই দায়িত্বশীল ভুমিকা পালনে তাঁতীলীগ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তাঁতীলীগের সংগ্রাম-সাফল্য ও গৌরবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং আধুনিক নারায়ণগঞ্জের প্রান পুরুষ আলহাজ্ব একেএম শামীম ওসমানের ডাকে তাঁতীলীগের প্রতিটি নেতাকর্মী অতীতের ন্যায় আজ এবং ভবিষ্যতেও আছে এবং থাকবে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লিটন আহমেদ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানান এবং তাঁতীলীগের পতাকা দলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close