জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরস্বাস্থ্য বার্তা

জনসচেতনতার মাধ্যমেই কোভিড-১৯ নিয়ন্ত্রন করা সম্ভব : অসিত বরণ বিশ্বাস

নিজস্ব সংবাদাতা, নারায়ণগঞ্জ: সোমবার (১৫ মার্চ) সকাল ১১ ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সভাকক্ষে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। নগর ঝুঁকি নিরসন ও আপদকালীন পরিকল্পনা হালনাগাদকরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জ অঞ্চলের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) এর ডা. এস কে ফরহাদ, বাপা এর সাধারণ সম্পাদক তারিক বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীমান সাহা জুয়েল, গণমাধ্যম কর্মী ফটোসাংবাদিক প্রণব কৃষ্ণ রায়, সিপিডি’র জেলা প্রতিনিধি কাজী এনামুল কবীরসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, বিশ্ব মহামারী করোনার শুরুর দিকে মানুষের মধ্যে তেমন কোন ধারনা ছিলনা। সকলের সহযোগিতায় কোভিড-১৯ থেকে কিছুটা রেহাই পেলেও বর্তমানে আবার কোভিডের সংক্রমন হার বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভলান্টিয়ারবৃন্দ এখনও নার্স ডাক্তারদের পাশাপাশী করোনা ভ্যাকসিন প্রকল্পে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন জনসচেতনতার মাধ্যমেই কোভিড-১৯ এর হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। প্রশাসনকে মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে চাপ সৃষ্টি করতে হবে। সিপিডি ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আমরা দুর্যোগ পরবর্তী সময়ের ডেডবডি ম্যানেজমেন্ট, ডেবরিজ ম্যানেজমেন্ট ও মনোস্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ নিতে পেরেছি। সভায় করোনাকালীন সময়ে লোকাল কমিউনিটি, আরবান ভলান্টিয়ার ও ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেজন্য সকলকে ধন্যবাদ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আবুল কালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close