সাহিত্যসিলেট বিভাগ

কমলগঞ্জে ত্রিপুরী ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের তৈলং ছড়া গীর্জায় ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক ১০ দিনের কর্মশালা শুরু হয়েছে।
মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ এর উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নির্দেশনায় এ কর্মশালা শুরু হয়েছে। রোববার ৯ জানুয়ারি সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য লেখক-গবেষক আহমদ সিরাজ।
করুনা দেববর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন দুধু দেববর্মা, নয়ন দেববর্মা প্রমুখ। এ সময় মণিপুরি ললিতকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারিসহ ত্রিপুরী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে ত্রিপুরী জনগোষ্ঠীর ত্রিপুরী (ককবরক) ভাষা ও বর্ণলিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তৈল্যং ছড়া এলাকায় শুরু হওয়ায় স্থানীয় ত্রিপুরীরা খুশী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close