আন্তর্জাতিক

যেকোনো হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: আইআরজিসি’র অ্যারোস্পেস কমান্ডার

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, শত্রুর যেকোনো হামলার বিরুদ্ধে তার দেশের বিমান বাহিনী শক্ত ও দাঁতভাঙ্গা জবাব দেবে।

তিনি আরও বলেন, ইরান ইতোমধ্যেই সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাকে নতুন করে পরীক্ষা করে দেখার প্রয়োজন নেই।শত্রুরা হামলা চালানোর মতো কোনো হঠকারিতা দেখালে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। খবর-পার্সটুডের।

ইহুদিবাদী এবং আমেরিকা ইরানকে এরইমধ্যে বিভিন্ন সময় পরখ করে দেখেছে এবং তারা ভালোভাবেই জানে যে এসবের প্রতি উত্তরে তেহরান কিভাবে জবাব দিয়েছে।

তিনি বলেন, শত্রুদের জেনে রাখা উচিত যে আমাদের শক্তি আছে এবং সেই শক্তির যথাযথ ব্যবহারের বিষয়ে প্রবল ইচ্ছাশক্তিও রয়েছে। তাই শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আমরা অত্যন্ত শক্ত জবাব দেব এবং এ ক্ষেত্রে তারা কোনো ধরনের ভুল করার সুযোগ পাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close