জাতীয়জেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগফতুল্লাবিভাগসারাদেশ

না’গঞ্জে ফতুল্লা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিনিধি:

প্রশাসনের অনেকেই গোপালগঞ্জে বাড়ি হলেই আলাদা ভাব নেয়, দয়া করে এমন ভাব নিবেন না। কারণ আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, সেবক। আপনারা সেবকের মতোই আচরণ করবেন। প্রশাসনের অনেকে মনে করেন তাদের কারণে আমরা ক্ষমতায় এসেছি, না আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। জনগণের ম্যান্ডেট নিয়েই আমরা ক্ষমতায় আসি। বুধবার (২০ জানুয়ারী) দুপুরে ফতুল্লা থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক আব্দুল হাই এসব কথা বলেছেন। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, ওয়ালী মাহমুদ খাঁন, খন্দকার লুৎফর রহমান স্বপন, মিছির আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমূখ। আব্দুল হাই বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। যে চক্র আমার নেতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারাই জেলখানায় চার নেতাকে হত্যা করেছে। বিভিন্ন সময় তারাই হামলা করে আসছে। চক্রটি কিন্তু সক্রিয় রয়েছে। আপনারা সবাই সজাগ থাকবেন। নাম বদলালেও চক্র কিন্তু একই। তিনি আরও বলেন, অতীতে নারায়ণগঞ্জের ডিসি-এসপি আমাদের নিয়ে কাজ করেছেন, আপনারাও কবরেন। আমরা আপনাদের সহযোগিতা করব। মাদক-সন্ত্রাসের বিষয়ে কোন অবস্থাতেই আপোস নেই। মনে রাখতে হবে, এটা আওয়ামী লীগের সরকার, সরকারের আওয়ামী লীগ না। প্রসঙ্গত ২০১৯ সালের ৭ ডিসেম্বর নাসিম ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সাইফ উল্লাহ বাদল ও শওকত আলীকে দ্বিতীয় দফায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। সম্মেলনের প্রায় ১৩ মাস পরে সম্প্র্রতি ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close