আন্তর্জাতিক

সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে সশস্ত্র বিক্ষোভের শঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

 

অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওয়াশিংটন ডিসিতে আনা হচ্ছে। এরই মধ্যে FBI সতর্ক করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মিছিল হতে পারে।

নীতিরীতি অনুযায়ী, ন্যাশনাল মলে অভিষেক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হলেও এবার নিরাপত্তা ঝুঁকিতে তা হচ্ছে না। করোনার কারণে বাইডেনের টিমও সমর্থকদের শপথ অনুষ্ঠানে না আসার আহ্বান জানিয়েছে।

দেশটির ওয়াশিংটন ডিসির মেয়রসহ স্থানীয় কর্মকর্তারা জনগণকে শপথ অনুষ্ঠান দূর থেকে দেখার পরামর্শ দিয়েছেন। গত ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close