আড়াইহাজারজেলা/উপজেলাঢাকানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
জামায়াতের মাওলানা মুঈনুদ্দীনের বোনের ইন্তেকালে সিরাজুল মামুনের শোক প্রকাশ।

জামায়াতের মাওলানা মুঈনুদ্দীনের বোনের ইন্তেকালে সিরাজুল মামুনের শোক প্রকাশ।
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দিন আহমদের বোনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এ বি এম সিরাজুল মামুন।
১৮ জানুয়ারি ২০২৬ রবিবার দুপুরে দাতাসড়ক মসজিদে এবিএম সিরাজুল মামুন মরহুমার জানাযায় অংশগ্রহণ করেন এবং তিনি বলেন, “মাওলানা মুঈনুদ্দীন ভাইয়ের বোন ছিলেন একজন পরহেজগার ও দ্বীনদার মহীলা। তিনি সারাজীবন ইসলামের আদর্শকে লালন করেছেন এবং খোদাভীরু জীবন অতিবাহিত করেছেন। তার মতো একজন গুণী ও আদর্শবান নারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
তিনি আরও বলেন, “আমি মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।”
বার্তাপ্রেরক
মুফতী তৌফিক বিন হারিছ
প্রচার সম্পাদক
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর



