আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
না’গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস পালনে উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: “শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই” এ-ই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫। নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে দিনব্যাপী “বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬” উদযাপন করা হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে নগরীর চাষাড়াস্থ রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেড এর কার্যালয়ে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ এর আহবায়ক কবি ফরিদুল মাইয়ান’র সভাপতিত্বে ও-ই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক, সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ, কবি রাজলক্ষ্মী, কবি সোনিয়া দেওয়ান প্রীতি, সাজ্জাদ আহম্মেদ খোকন, মোঃ শাহ আলম, শাহনাজ আক্তার সাথী, জাহাঙ্গীর হোসেন, এস. এ. বিপ্লব ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান প্রমূখ।
ও-ই প্রস্তুতিমূলক সভায় আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে চাষাঢ়া জিয়া হলের সামনে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়।



