আড়াইহাজারকমলগঞ্জ উপজেলাকিশোরগঞ্জগাজীপুরজামালপুরজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরময়মনসিংহ বিভাগমৌলভীবাজাররংপুর বিভাগরাজশাহী বিভাগরুপগঞ্জশ্রীমঙ্গল উপজেলাসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁও

ফতুল্লায় বিনামূল্যে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন করে দিলো রক্তযোদ্ধা

নিজস্ব সংবাদদাতা: বিনামূল্যে প্রায় ছয়শত পঞ্চাশ শিক্ষার্থীদের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন করে দিয়েছে সামাজিক সংগঠন রক্তযোদ্ধা সমাজ ও মানবকল্যাণ পরিষদ। টানা ছয় দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে হাঁটখোলা উচ্চ বিদ্যালয়ে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলে। ও-ই সময়ের মধ্যে আগ্রহী উল্লেখিত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী দিনে এ রেজিষ্ট্রেশন কাজে সহায়তা করায় পাঁচজনকে সম্মাননা তুলে দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ডি. এম. ইমরান, হাঁটখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান, সমাজকর্মী আবদুল আলীম, বিএনপি নেতা মোক্তার হোসেন মুক্তু।

স্বেচ্ছাসেবীদের নিরলস সহযোগিতাকে স্বীকৃতি জানাতে সংগঠনের স্বেচ্ছাসেবী ইব্রাহীম, আরেফিন, জুনায়েত, রাকিবকে সম্মাননা তুলে দেন অতিথিরা।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী সোহাগ জানান- ইতিমধ্যে হাঁটখোলা উচ্চ বিদ্যালয়ের ছয়শত পঞ্চাশ আগ্রহী শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন করে দেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অন্যান্য স্কুলেও চলমান থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হবে ১২ অক্টোবর। ৩০ আগষ্ট থেকে এর নিবন্ধন শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close