স্বাস্থ্য বার্তা

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গনঅভ্যুত্থান’ ২০২৪ এর বীর আহতদের পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা প্রয়োজন। অথচ সরকারি হাসপাতালে কোনো ফিজিওথেরাপি চিকিৎসক নেই। এই মুহুর্তে আহতদের পুনর্বাসনের জন্য দ্রুত সরকারি হাসপাতালে নিয়োগ প্রয়োজন।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৪ এ জাতীয় প্রতিপাদ্য হিসেবে উক্ত বিষয়কে নির্ধারণ করে আনন্দ র‍্যালি এবং র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার স্থান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের আর. জে. গার্স্ট হলে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিকাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) ও বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস)র সভাপতি ডা: মুহাম্মদ তৌফিদুজ্জামান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিপিএ ও বিপিএস এর সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান, সহ সভাপতি ডা: প্রদীপ কুমার সাহা, সহ সভাপতি ডা: মোসলেম পাটোয়ারী, ডা: এম ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক ডা: মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন নিটোরের ব্যাচেলর অফ সাইন্সের সম্মানিত কোর্স কো অর্ডিনেটর ডা: নজরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন বিপিএ ও বিপিএস এর নারী বিষয়ক সম্পাদক ডা: মারুফা মান্নান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close