সারাদেশ

তাড়াইলে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার ক্ষয়ক্ষতি

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তাড়াইল বাজার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নুর ইসলাম সুপার মার্কেটের একটি পেট্রোলের দোকানে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলী আরিফের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ ও ময়মনসিংহের নান্দাইল থেকে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে অন্তত আটটি দোকান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close