সারাদেশ

ভূমিহীন শিশুদের বৃক্ষ রোপনের বিনিময়ে ছাতা বিতরণ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ভূমিহীন আশ্রয় প্রকল্পে মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম এর আর্থিক সহযোগিতায় স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপণের বিনিময়ে ছাতা বিতরণ করা হয়। তীব্র তাপদাহে শিশুরা স্কুলে যেতে পারে না।ভূমিহীন শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন। প্রথমধাপে ত্রিশজন শিশুকে ছাতা দিয়েছেন।

মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ রেজাউল কারিম মিরাজ ও সিনিয়র সহ-সভাপতি, স্বপন হাওলাদার তারা জানান, সকল মানবিক কাজের সাথে থেকে সর্বচ্চ সহযোগিতা করবে মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরাম।

স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লা আল অভি জানান, এটি একটি ভিন্ন রকমের সচেতনতা মূলক ক্যাপেইন ছিলো।এখানে শিশুদের বৃক্ষ রোপন সম্পর্কে ধারনা দেয়া হয়।এবং শিশুদের বৃক্ষ রোপনে উৎসাহিত করা হয়।আরো জানান বৃক্ষ রোপনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম শিশুদের উদ্দেশ্য করে তাদের অনুভুতি জানতে চাইলে আরুবি নামে একজন শিশু জানান “ছাতি পাইছি এহন স্কুলে যাইতে আর রৌদ লাগবে না আর আম গাছ লাগাইছি এইয়া দিয়া অক্সিজেন তো পামুই হেরপর আম হইলে পাইরা খাইতে পারমু।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, বেল্লাল হোসেন, সাব্বির, দিপু, রেজাউল, ইমা
এবং মঠবাড়িয়া প্রবাসী মানব কল্যাণ ফোরামের আর্থিক সহযোগিতায় সহ- সাংগঠনিক সম্পাদক, মাউসুদ মিয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close